adimage

০৬ ডিসেম্বর ২০১৯
সকাল ০৩:৪১, শুক্রবার

নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট  09:47 AM, নভেম্বর ১৪ ২০১৯   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জেবিশ্বডায়াবেটিসদিবসপালিত

প্রিয় বাংলা অনলাইন.

“আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় হলি কেয়ার হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে। পরে হাসপাতালে ফিরে ডায়াবেটিস সচেতনতায় আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় ডায়াবেটিস রোগীদের উদ্দেশে সচেতনতা থাকার বিষয়ে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদাণ করেণ চিকিৎসকগণ। শেষে  বিনামূল্যে দুই শতাধীক রোগীকে ডায়াবেটিক পরীক্ষাসহ চিকিৎসা প্রদাণ করেণ বারডেম কর্তৃক সনদ প্রাপ্ত  চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, বারডেম কর্তৃক ডা. মো. আনিসুর রহমান, ডা. নিঘাত সুলতানা, ডা. মনিরুল ইসলাম, ডা. রাজকুমার মন্ডল প্রমুখ।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul