adimage

১৩ অগাস্ট ২০২০
বিকাল ১২:১৭, বৃহস্পতিবার

নবাবগঞ্জে তিনশ’ ছাড়াল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

আপডেট  04:21 AM, Jul ০২ ২০২০   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জেতিনশ’ছাড়ালকরোনাআক্রান্তরোগীরসংখ্যা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা তিনশ’ অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জনে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, গত ২৮ জুন পাঠানো নমুনা থেকে ৩ জনের এবং ৩০ জুন পাঠানো নমুনা থেকে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। এতে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০১ জনে।

উপজেলা সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় ২শ জন, মৃত্যুবরণ করেছে ৫ জন।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul