দোহার উপজেলার জয়পাড়া কলেজ মার্কেটে পূর্ব শত্রুতার জের ধরে মো. মনি (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আহত ওই কিশোর জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর কম্পিউটার বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, মনির সাথে মনির নামে এক যুবকের নারীঘটিত সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ চলছিল। ওই দ্বন্দের জের ধরে বুধবার সকাল ১০টার দিকে জয়পাড়া কলেজ মার্কেটে অতর্কিতভাবে পেছন থেকে মনিকে পিঠে ছুরিকাঘাত করে মনির। এসময় মনিরের সাথে প্রেয়সি নামে একটি মেয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় মনির ও তার দুলাভাই শাকিল, মনিরের চাচাতো বোন প্রেয়সী ও রাকিব সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর আহত মনি কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। আঘাত মারাত্মক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন মনির বাবা খোকা মিয়া ও মা বিলকিস বেগম। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শাহিন।
দি নিউজ মিডিয়া লিমিটেডের পক্ষে আব্দুস সালাম কর্তৃক বাড়ি নং-২৭, রোড নং ৯/এ ধানমন্ডি থেকে প্রকাশিত ও শেখ ব্রাদার্স অফসেট প্রিন্টার্স ৪৫/১ প্রসন্ন পোদ্দার লেন, তাঁতীবাজার, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মৃধা প্লাজা (তৃতীয় তলা), জয়পাড়া বাজার, দোহার, ঢাকা। বানিজ্যিক কার্যালয়: কদমতলী গোল চত্ত্বর সংলগ্ন, কেরাণীগঞ্জ, ঢাকা।
Comments
এই পেইজের আরও খবর